ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উ‌লিপু‌রে দুর্যোগ স‌চেতনতা ও ঝুঁ‌কি হ্রাস বিষয়ে মহড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
উ‌লিপু‌রে দুর্যোগ স‌চেতনতা ও ঝুঁ‌কি হ্রাস বিষয়ে মহড়া উ‌লিপু‌রে দুর্যোগ স‌চেতনতা ও ঝুঁ‌কি হ্রাস বিষয়ে মহড়া

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলায় দুর্যোগ স‌চেতনতা ও দু‌র্যো‌গের ঝুঁ‌কি হ্রাস বিষয়ে 'মহড়া' অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

সোমবার (২৫ সে‌প্টেম্বর) বিকেলে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র অববা‌হিকার প্রত্যন্ত বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড ক‌লেজ মা‌ঠে এ মহড়ার আয়োজন করা হয়।

বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাই‌টির ভিটু আর কু‌ড়িগ্রাম প্রক‌ল্পের আ‌য়োজ‌নে নদীর ভাঙন ও বন্যাসহ দু‌র্যোগপ্রবণ এ অঞ্চ‌লের মানু‌ষের জন্য মহড়া অনু‌ষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছি‌লেন হা‌তিয়া ইউ‌পি চেয়ারম্যান বিএম আবুল হো‌সেন, অনন্তপুর নীলকণ্ঠ সি‌ডি এম‌সির সভাপ‌তি হায়দার আলী, ক্যা‌শিয়ার ভবেশ চন্দ্র পাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৫, ২০১৭
এফইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।