ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাই ইউএনও’কে হুমকি, কার মালিক সমিতির নেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ধামরাই ইউএনও’কে হুমকি, কার মালিক সমিতির নেতার কারাদণ্ড

ধামরাই (ঢাকা): ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ায় রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

এ বিষয়ে ইউএনও বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে অবৈধভাবে রেন্ট এ কারের গাড়ি পার্কিং করায় বেশ কয়েকবার নিষেধ করলেও কেউ শোনেনি।

দুপুরে কয়েকটি গাড়িকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করায় মালিক সমিতির নেতা মাসুদ ক্ষিপ্ত হয়ে যান।  

এ ঘটনায় পুলিশের সহযোগিতায় মাসুদকে উপজেলা প্রশাসন কার্যালয়ে নেওয়া হলে তিনি ইউএনও’কে হুমকি দিয়ে বলেন,  ‘তার (ইউএনও) গাড়ি কোথা দিয়ে যাবে সেটা দেখে নেওয়া হবে’।

সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকির দায়ে তখন মাসুদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad