ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মিরপুরে পপুলারসহ ৩ হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
মিরপুরে পপুলারসহ ৩ হাসপাতালকে জরিমানা

ঢাকা: অনিয়ম ও প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুরের তিনটি হাসপাতালকে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।  

তিন প্রতিষ্ঠানের নাম হচ্ছে- পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রিজেন্ট হাসপাতাল ও মেডিক হেলথ কেয়ার।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ভুয়া প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়া এবং অনুমোদন ও পরীক্ষা ছাড়াই রক্ত পরিসঞ্চালন করায় দায়ে এ তিন প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদরশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।