ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ সভাপতি মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, শাদীদ মুনতাসির এলাহী, সাধারণ সম্পাদ ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মুশফিক আহমেদ তন্ময়, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশারসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, আমারা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। পরিবেশের জন্য বেশি উপযোগী এই রকম ফলজ, বনজ, ঔষধীসহ নানা প্রকারের ২০০টি বৃক্ষ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।