ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
কুষ্টিয়ায় রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কুষ্টিয়ায় রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুল মান্নান।


 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার (পাকশী) ইউনুস আলী, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্না রানী সাহা ও পুলিশ প্রশাসনের সদস্যরা।  

অভিযানে রেলওয়ে জংশনের আশেপাশের প্রায় তিন একর জমিতে অবৈধভাবে নির্মাণ করা প্রায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।