ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে নারীসহ অপহরণ চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
চাঁদপুরে নারীসহ অপহরণ চক্রের ২ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এ তথ্য জানান।

এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- ওই এলাকার আনোয়ার হোসেন ও অপহরণ চক্রের মুলহোতা লিবিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী জোছনা বেগম।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়,  চলতি বছরের ১০ জুলাই চাঁদপুর শহরের বিটি রোডের বাসিন্দা রুবেল হোসেন পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ করেন। লিখিত অভিযোগে বলা হয়, রুবেলের ভাই মারুফ গত চার বছর আগে লিবিয়ায় যান। সেখানে আলমগীর ও তার লোকজন মারুফকে জিম্মি করে টাকা দাবি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। পরে রোববার রাতে পুলিশ তাদের আটক করে।

পুলিশ সুপার শামসুন্নাহার বাংলানিউজকে বলেন, ওই অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে মারুফকে লিবিয়ায় আটক করে শারীরিক নির্যাতনের ছবি তার পরিবারের কাছে পাঠায়। একপর্যায়ে তারা ৩০ লাখ টাকা দাবি করে। পরে মারুফের পরিবার ধাপে ধাপে ৯ লাখ ৩০ হাজার টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদের কাছে পাঠায়। সেই একাউন্টের সূত্র ধরেই পুলিশ আনোয়ার হোসেন (৪০) ও জোছনা বেগম (৩৮) কে আটক করে।  

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।