ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ৫ গাঁজাসেবীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
হবিগঞ্জে ৫ গাঁজাসেবীর জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে গাঁজার আসর থেকে পাঁচ গাঁজাসেবীকে আটক করে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র বাংলানিউজকে জানায়, বিকেলে বহুলা গ্রামের শাহ হোসেন আলীর বাড়িতে গাঁজা সেবন করছিলেন একদল মাদকসেবী। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক পাঁচজনের মধ্যে বহুলা গ্রামের ফিরুজ আলীর ছেলে হোসেন আলীকে পাঁচ হাজার এবং একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ূব আলী, ছেরাগ আলীর ছেলে নানু মিয়া, লস্করপুর পশ্চিমপাড়ার ফজলু মিয়ার ছেলে সাইদুর রহমান ও মোহনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুস সালামকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।  

এ সময় গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয় বলেও জানায় সূত্রটি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ