ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাওয়া নিয়ে তর্কে জড়িয়ে দোকান ভাঙচুর, আহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
খাওয়া নিয়ে তর্কে জড়িয়ে দোকান ভাঙচুর, আহত ১ খাওয়া নিয়ে তর্কে জড়িয়ে দোকান ভাঙচুর, আহত ১

খাগড়াছড়ি: দোকানে চাহিদা মতো খাবার না খেতে পেয়ে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় জাহাঙ্গীর নামে এক পান বিক্রেতা আহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি শহরের মক্কা হোটেল ও রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

মক্কা হোটেলের মালিক মো. আলমগীর বাংলানিউজকে জানান, দুপুরে এক ব্যক্তি দোকানে এসে ২৫/৩০ জনের মাথাপিছু একশ' ১০ টাকা করে খাবার দেওয়ার কথা বলেন।

তিনি কথা মতো প্রত্যেককে খাবার দেওয়া হলেও তারা মাথাপিছু হিসেবের চেয়ে বেশি টাকার খাবার চাচ্ছিলো। এতে অপারগতা জানালে ক্ষুব্ধ হয়ে তারা দোকান ভাঙচুর করেন। এসময় জাহাঙ্গীর নামে একজনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

এদিকে হামলাকারীরা সবাই রামগড় পৌর মেয়র কাজী রিপন ও খাগড়াছড়ি পৌরমেয়র রফিকুল আলমের অনুসারী বলে জানা গেছে।

হামলাকারীদের অধিকাংশ আদালতে হাজিরা দেওয়ার জন্য খাগড়াছড়ি আসে। ঘটনায় জড়িত থাকায় এক যুবককে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহনুর বাংলানিউজকে জানান, এ ঘটনায় আবু ছালেক ও রঞ্জন দেবনাথ নামে দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।