ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ২ লাখ তালের বীজ বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাঙামাটিতে ২ লাখ তালের বীজ বপন রাঙামাটিতে ২ লাখ তালের বীজ বপন

রাঙামাটি: রাঙামাটি জেলায় একযোগে দুই লাখ তালের বীজ বপন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা দায়রা জজ মো. কাউসার।

এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল  মান্নান।

অপরদিকে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই তাল বীজ বপন কর্মসূচী সম্পন্ন করা হয়।

সোমবার জেলার সব উপজেলায় একই সময়ে ইউএনওদের উপস্থিতিতে সমাজের সর্বস্তরের লোকজন স্বতঃস্ফুর্তভাবে এ তাল বীজ বপন কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad