ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
নোয়াখালীতে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীতে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে সচেতনতামূলক শীর্ষক নারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন নারীর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা মহিলা বিষযক কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. শামছুর রহমানের প্রতিনিধি ডা. নাজনীন সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

এসময় ৫ জন নারী পারিবারিক ও সামাজিক পর্যায়ে মাদকের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে তারা এ সচেতনতামূলক মতবিনিময় সভা থেকে প্রাপ্ত ধারণা পারিবারিক ও সামাজিক পর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।