ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বামনায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বামনায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সাব সেক্টর বামনা উপজেলায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অযোধ্যা গ্রামে সুভাষ চন্দ্র হাওলাদারের বাসভবনের সামনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার মুক্তিযোদ্ধাদের সম্মানে এ মিলন মেলার আয়োজন করেন।

এতে বরগুনা-২ আসনের তিন উপজেলা বামনা, পাথরঘাটা ও বেতাগীসহ বরগুনা জেলার সকল মুক্তিযোদ্ধারা অংশ নেন।

এসময় বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জয়নাল আবেদীন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম আ. রশিদ প্রমুখ।

বরগুনা থিয়েটারের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোরিওগ্রাফি আবারো ভোর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ মিলন মেলার সূচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।