ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাদক বহনের দায়ে বাসচালকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
নাটোরে মাদক বহনের দায়ে বাসচালকের যাবজ্জীবন বাহারুল ইসলাম (৫০)

নাটোর: নাটোরে বাসে মাদক বহনের দায়ে বাহারুল ইসলাম (৫০) নামে  এক বাসচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন।

 

বাহারুলের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১১ অক্টোবর রাত ২টার দিকে নাটোর শহরের হরিশপুর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রূপা পরিবহন নামে একটি নৈশ কোচে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় নৈশ কোচের চালক বাহারুলের ব্যাগে ৪০০ গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে আদালত তাকে এ দণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।