ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সার্জেন্ট আলতাফের মৃত্যুর খবর দেওয়া হয়নি মাকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সার্জেন্ট আলতাফের মৃত্যুর খবর দেওয়া হয়নি মাকে শান্তিরক্ষী মিশনে সার্জেন্ট আলতাফ। ছবি: সংগৃহীত

দিনাজপুর: আফ্রিকার মালিতে রোববার (২৪ সেপ্টেম্বর) দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। নিহতদের মধ্যে সার্জেন্ট আলতাফ হোসেন (৪০) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।

নিহত সার্জেন্ট আলতাফ হোসেনের মা সুরতজান বিবি (৬০) ক্যান্সারে আক্রান্ত। স্বামীর মৃত্যুর পর ভাইয়ের বাড়ি চিরিরবন্দরের দক্ষিণ ভবানীপুর গ্রামে থাকেন।

আলতাফের মৃত্যুর খবর পরিবারের অন্য সদস্যরা জানলেও মা সুরতজানকে কিছুই জানানো হয়নি।

তবে পরিবারের সদস্যরা বলছেন, সার্জেন্ট আলতাফ হোসেনের মা ক্যান্সারে আক্রান্ত, তাই ছেলের মৃত্যুর খবর তাকে দেওয়া হয়নি।

নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাস থেকে সার্জেন্ট আলতাফ হোসেন গত ৪ মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে আফ্রিকার মালিতে যান।

নিহত সার্জেন্ট আলতাফ দুই কন্যা সন্তানের জনক। স্ত্রী নাসিমা আক্তার, বড় মেয়ে মিম (১৭) ও ছোট মেয়ে সুমাইয়াকে (১০) সৈয়দপুর সেনানিবাসের বাসায় রেখেই শান্তিরক্ষী মিশনে যান আলতাফ। আলতাফের বড় মেয়ে মিম সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ ও ছোট মেয়ে সুমাইয়া ৫ম শ্রেণিতে পড়ছে।  

সার্জেন্ট আলতাফ হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিহত সার্জেন্ট আলতাফ হোসেনের মামাতো ভাই আফসার আলী খান বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে মায়ের কোনো অঘটন ঘটতে পারে। তাই আলতাফ হোসেনের মাকে তার মৃত্যুর খবর দেওয়া হয়নি। রোববার সন্ধ্যায় আলতাফের মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত হন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।