ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শান্তিরক্ষা মিশনে বিস্ফোরণে নেত্রকোনার জাকিরুল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
শান্তিরক্ষা মিশনে বিস্ফোরণে নেত্রকোনার জাকিরুল নিহত

নেত্রকোনা: শান্তিরক্ষা মিশনে আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল জাকিরুল নিহত হয়েছেন।

তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের সফির উদ্দিনের ছেলে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে পূর্বধলার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এ ঘটনায় গভীর শোক জানিয়ে বাংলানিউজকে জানান, রোববার (২৪ সেপ্টেম্বর) সংঘর্ষের সময় সন্ত্রাসীদের পুঁতে রাখা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে জাকিরুল নিহত হন।

এ ঘটনায় জাকিরুল ছাড়াও বাংলাদেশি আরো দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বাংলানিউজকে জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। ওই সময় সন্ত্রাসীদের প্রতিহত হয়। রোববার কর্মস্থল থেকে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীরা আবারও তাদের ওপর হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এদেশের তিন শান্তিরক্ষী নিহত হন এবং চারজন আহত হন।

এ ঘটনায় নিহত অন্যরা হলেন-সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর) ও সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহত চারজন হলেন- মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), কর্পোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।