ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেট থেকে রোহিঙ্গা কিশোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সিলেট থেকে রোহিঙ্গা কিশোর আটক

সিলেট: সিলেট থেকে আব্দুল আমিন (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল আমিন মায়ানমারের রাখাইন রাজ্যের রেলওয়ারী উপজেলার বড়িডং গ্রামের আবদুর রশিদের ছেলে।  

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আব্দুল আমিনসহ তিন কিশোর পালানোর চেষ্টাকালে অন্য দু‘জন পুলিশের হাতে আটক হয়।

তবে আব্দুল আমিন ত্রাণ নিয়ে যাওয়া একটি ট্রাকে উঠে সিলেট পালিয়ে আসে।

তিনি বলেন, ওই এলাকায় দীর্ঘক্ষণ ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সে কথা বলতে না পারায় লোকজন থানায় খবর দিলে পরে তাকে পুলিশ হেফাজতে আনা হয়।

আব্দুল আমিনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।