ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের আবেদন আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের আবেদন আহ্বান

ঢাকা: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩ প্রদান উপলক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র  নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৪ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলি সংগ্রহ করে তা পূরণপূর্বক ২৫ অক্টোবরের মধ্যে উপজেলা কামিটির কাছে জমা দিতে হবে।
 
উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই পূর্বক ৬ নভেম্বরের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাবেন এবং জেলা কমিটি ২০ নভেম্বরের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে পাঠাবেন।


 
মনোনয়ন ফরম ও নিয়মাবলি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moa.gov.bd; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dae.moa.gov.bd; কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটwww.ais.moa.gov.bd; সব জেলা প্রশাসকের কার্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব উপপরিচালকের কার্যালয়ে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।