ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্টোপথে চলা গাড়ি আটক‍ালেন দুদক চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
উল্টোপথে চলা গাড়ি আটক‍ালেন দুদক চেয়ারম্যান উল্টোপথে চলা গাড়ি আটকেছেন পুলিশ কর্মকর্তা

ঢাকা: রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের হস্তক্ষেপে পুলিশ উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটক করে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চল‍া এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে।  

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদক চেয়ারম্যান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সেখানে উল্টো পথে গাড়ি আসতে দেখে গাড়িগুলো আটক করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দিন (ট্রাফিক) বলেন, অভিযানে প্রায় ৫০টির মতো গাড়ির মামলা ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৪০টি গাড়িই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসজে/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad