ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিবচরে পূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের জন্য অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
শিবচরে পূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের জন্য অনুদান পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সভা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাসহ বিভিন্ন মণ্ডপের পূজারী উপস্থিত ছিলেন।

সভায় এ বছর পূজার খরচ কমিয়ে অসহায় রোহিঙ্গাদের জন্য অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমাণ আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাশ্বের আলম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদ্যুৎ কুমার সরকার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর ঘোষসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার বলেন, এ বছর উপজেলার প্রতিটি মণ্ডপে পূজার খরচ কিছুটা কমিয়ে রোহিঙ্গাদের জন্য অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলায় এ বছর ৬১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।