ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় ব্যবসায়ীর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বরিশালে মাদক মামলায় ব্যবসায়ীর দণ্ড

বরিশাল: বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ সেপ্টম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন শিবলু ওরফে শিমুল বরিশাল নগরের নিউ সার্কুলার রোডের জলিল সিকদারের ছেলে।

 

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ নভেম্বর রাত সোয়া ৯টায় নগরের নবগ্রাম রোডের বটতলা জামে মসজিদের সামনে থেকে ১২ পিস জি মরফিন ইনজেকশনসহ শিবলুকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ।  

এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র দে বাদী হয়ে মামলা করেন।  

গত বছরের ১ জানুয়ারি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad