ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বড়াইগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষপানে কোহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পারকুল গ্রামে এ ঘটনা ঘটে। কোহিনুর বেগম ওই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, পরিবারের লোকজনের ওপর অভিমান করে দুপুরে কোহিনুর বিষপান করেন। সেসময় পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। পরে প্রতিবেশীরা টের পেয়ে বিকেলে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।