ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ঝিনাইদহে যুবকের কারাদণ্ড ঝিনাইদহে যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহে জাল সার্টিফিকেট তৈরি ও পর্ণো সিডি বিক্রির দায়ে জনি হোসেন (২৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত জনি হোসেন ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকার আলাউদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের একটি দোকানে জাল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে জনি হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ সালের ৭ ধারা মোতাবেক
১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এসময় সেখান থেকে পর্ণোগ্রাফি বোঝায় ৩টি হার্ডডিস্ক ও ১০টি পেন ড্রাইভ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।