ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ময়মনসিংহে পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার ১১৩টি পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে এ চাল বরাদ্দ দেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ।



স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুবিনুর রহমান।

দবাংলাদেশ সময় ২০০০ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।