ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পর্যটন দিবস উদযাপনে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
পর্যটন দিবস উদযাপনে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা পর্যটন দিবস উদযাপনে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

রাঙামাটি: বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সভায় জানানো হয়, ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন উপলক্ষে সকালে ব্যানার ফেস্টুন নিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত মোটরবাইক শোভাযাত্রা ও পরে আলোচনা সভা হবে।

অনুষ্ঠিত সভায় পর্যটন বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা, হোটেল, লঞ্চ, বোট মালিক সমিতির নেতারা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।