ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বদরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন বদরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রংপুর: রংপুরের বদরগঞ্জে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মধুপুর ইউনিয়নে মধ্যপাড়া গ্রামের মৎস্য চাষি আব্দুল কাদেরের পুকুরে বিষ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই চাষি।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি আব্দুল কাদের জানান, একই এলাকার এজারুল, অজেদুল, সাদ্দাম ও লাল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে রাস্তা সংক্রান্ত বিষয়ে তার বিরোধ চলে আসছিল। তারাই আব্দুল কাদেরের পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে বলে জানান মৎস্য চাষি আব্দুল কাদের।

উপজেলা মৎস্য অফিসার রবিউল আলম পারভেজ জানান, গ্যাস ট্যাবলেট অথবা রোটেনাল পাউডার প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।