ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ৭৩০ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ময়মনসিংহে ৭৩০ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব ময়মনসিংহে ৭৩০ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব

ময়মনসিংহ: ময়মনসিংহে এবার ৭৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে যা ২২টি বেশি। আর ময়মনসিংহ নগরীতে পূজা হবে ১১৩টি মণ্ডপে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে থাকবে নিজ উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা।

থাকবে রক্তদান কর্মসূচি, প্রসাদ বিতরণ, বস্ত্রদানসহ বিভিন্ন কর্মসূচি।
.
এদিকে প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

তিনি জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা থাকবেন। পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও তৎপর থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।