ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় অস্ত্র রাখার দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সিংড়ায় অস্ত্র রাখার দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

নাটোর: অস্ত্র রাখার দায়ে নাটোরের সিংড়া উপজেলার সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদকে (৪৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক এসএম হুমায়ন কবির এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম ফরিদ সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকন আকন্দের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বাবু বাংলানিউজকে জানান, ২০১২ সালের ৭ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ বামিহাল গ্রামের সাবেক ইউপি সদস্য ফরিদুল ইলাম ফরিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে সিংড়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ