ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে মাদক পরিত্যাগকারীদের পুনর্বাসন বিষয়ক সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ঝালকাঠিতে মাদক পরিত্যাগকারীদের পুনর্বাসন বিষয়ক সভা 

ঝালকাঠি: ঝালকাঠিতে মাদক ব্যবসা ও মাদক সেবন পরিত্যাগকারীদের পুনর্বাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এম এম মাহামুদ হাসান, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. রুহুল আমিন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন-  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান, জেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন ও জেলা সমবায় কর্মকর্তা আলমগীর খানসহ জেলার বিভিন্ন  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় মাদক ব্যবসা ও মাদক সেবন পরিত্যাগকারীদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দেওয়াসহ পুনর্বাসন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।