ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
কুয়াকাটায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান সড়ক ও জনপথ অধিদফতরের উচ্ছেদ অভিযান

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক ও জনপথ অধিদফতরের অধিগ্রহণকৃত জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় সড়কের দু’পাশে তাদের জায়গায় গড়ে ওঠা অবৈধ পাকা ও আধাপাকাসহ সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ২টা পর‌্যন্ত অভিযানের সময় আবাসিক হোটেলসহ ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এবং পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

 

এসময় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ বাংলানিউজকে বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রণকৃত জায়গা থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চলমান অভিযানে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শেখ রাসেল সেতু
পর্যন্ত ৫ কি.মি মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে পটুয়াখালী চৌরাস্তা পর্যন্ত প্রায় ৭০ কি.মি. মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মালিকানা নির্মাণাধীন আবাসিক হোটেল হানিমুন প্যালেস অপসারণ করা হয়নি বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।