ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় সাপের ছোবলে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সাপের ছোবলে সজিব (১৮) নামে এক যুবক ও স্বপ্না খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএন্ডবিপাড়া ও দামুড়হুদা উপজেলার মানিকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব পৌর এলাকার সিএন্ডবি মাদ্রাসাপাড়ার রবিউল ইসলামের ছেলে ও স্বপ্না খাতুন উপজেলার মানিকদিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে সজিব নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বিষধর একটি সাপ সজিবের ডান হাতে ছোবল দেয়। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

অপরদিকে, একইভাবে ঘুমন্ত অবস্থায় ছোবল দিলে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।