ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মিয়ানমার আমাদের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
‘মিয়ানমার আমাদের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে’

গাজীপুর: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘মিয়ানমার নিজের দেশের লোকজনকে আমাদের দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। আমাদের জীবন অন্তত ব্যাপকভাবে দোলা দিয়েছে’।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্যক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এ মুহূর্তে একটি দুর্যোগ চলছে।

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চার লাখেরও বেশি শরণার্থী এসে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের পাঠিয়ে মিয়ানমার এদেশের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে’।

তিনি আরো বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মানুষ। আমরা দেশ স্বাধীন করেছি অস্ত্র হাতে নিয়ে। আমরাও বিদেশে আশ্রয় নিয়েছি ও আশ্রয় পেয়েছি। আমরা এটি কখনো ভুলিনি। তাই যারা আশ্রয়প্রার্থী তাদেরকে আশ্রয় দিয়েছি। কিন্তু আমরা চাই যে, রোহিঙ্গাদের অধিকার তাদের দেশে প্রতিষ্ঠিত হোক। তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় চেষ্টা করবো। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
আরএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।