ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বড়াইগ্রামে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

নাটোর: মাদক সেবনের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আলম খান (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আলম খান বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকার মৃত জাফর খানের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে প্রাণি সম্পদ চত্বর থেকে মাদক সেবনরত অবস্থায় আলমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad