ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড়ে বারি মাল্টা চাষে সম্ভাবনা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
পাহাড়ে বারি মাল্টা চাষে সম্ভাবনা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

খাগড়াছড়ি: পাহাড়ে বারি মাল্টা-১ চাষের সম্ভাবনা এবং সফল উৎপাদন বিষয়ে খাগড়াছড়ির জালিয়া পাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জালিয়া পাড়ায় মাল্টা চাষি মো. শাহাজ উদ্দিনের বাগানে আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনৎ কুমার সাহা।

স্বাগত বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক  প্রণব ভট্টাচার্য্য, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের পতিত জমিতে বারি মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মাল্টা রপ্তানি করা যাবে।
 
মাঠ দিবসের অনুষ্ঠানে ৩৫ জন কৃষক, কৃষি সম্প্রসারণ ও বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।