ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাওরাঞ্চলের দুর্গত মানুষের ৮ দফা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
হাওরাঞ্চলের দুর্গত মানুষের ৮ দফা  হাওরাঞ্চলের দুর্গত মানুষের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে কাউয়াদিঘী ও হাকালুকি হাওরাঞ্চলে বন্যার স্থায়ী সমাধান, দুর্গতদের পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। 

রোববার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. ফিরোজ, বকশী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, কিশোরী পদ দেব শ্যামল, প্রবাসী মকিস মনসুরসহ কয়েকজন ক্ষতিগ্রস্তরা।

এ সময় বক্তারা বলেন, মৌলভীবাজারের হাওরাঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হয়ে জলাবদ্ধতায় রূপ নেওয়ায় গত কয়েক মাস ধরে ২২টি ইউনিয়নের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অবিলম্বে দুর্গত মানুষদের রক্ষায় মনু প্রকল্পের সংস্কার, কাশিমপুর পাম্প হাউস সচল, কাউয়াদিঘী ও হাকালুকি হাওরাঞ্চলে দীর্ঘ জলাবদ্ধতা নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৩৩০ সেপ্টেম্বর ২৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।