ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সাভারে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারে মো. সিরাজুল ইসলাম (২৭) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সাভারের ভাগলপুর এলাকায় আনসার ক্যাম্পের নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজুল চরখলিমাবাগ গ্রামের চৌহালী থানার সিরাজগঞ্জের বাচ্চু মিয়ার ছেলে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে জানান,  সকালে সিরাজুলের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সহকর্মীদের মনে সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে আঁড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।    

তিনি আরও জানান, কী কারণে ওই আনসার সদস্য আত্মহত্যা করেছেন তা জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।