ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে ওয়ান শুটারগান ও দু’টি কার্তুজসহ মোতালেব প্রামাণিক (২৮) নামে চরমপন্থী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া এ তথ্য জানান।

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার সদরের দাদশী ইউনিয়নের ঘিমটি বাজার থেকে তাকে আটক করা হয়।

মোতালেব রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্টের (এমবিআরএম) একজন সক্রিয় সদস্য মোতালেব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ঘিমটি বাজার থেকে ওয়ান শুটারগান ও দু’টি কার্তুজসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।