ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মধুপুরে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

মধুপুর( টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে (আনুমানিক ২৮) আটক করে পুলিশে দিয়েছে এলকাবাসী। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই যুবককে সন্দেহজনকভাবে আটক করে রাতে পুলিশি হেফাজতে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার হাসনই গ্রামে সন্ধ্যা বেলায় ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেলে এলাকার লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক অস্প‍ষ্ট ভাষায় ও ইশারায় কিছু বুঝাতে চেষ্টা করেন।

এতে স্থানীয়দের তাকে রোহিঙ্গা সন্দেহ হলে এলাকার চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুকে বিষয়টি জানানো হলে রাতে তাকে পুলিশি হেফাজতে দেওয়া হয়।  

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আপাতত ওই যুবককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।