ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় প্রতারণার অভিযোগে আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আশুলিয়ায় প্রতারণার অভিযোগে আটক ১

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাতের আভিযোগে আলিম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি এলাকার কুলসুম ম্যানশনের দ্বিতীয় তলায় তার ভাইয়ের অফিস থেকে আটক করা হয়।

প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ, ফিউচার টাচ ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি দেয়ার নামে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

 

বিকেলে ভুক্তভোগীরা একত্রিত হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আলিমকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।