ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিবাদে অর্থায়নে আটকদের মধ্যে হোটেল ম্যানেজার রয়েছেন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
জঙ্গিবাদে অর্থায়নে আটকদের মধ্যে হোটেল ম্যানেজার রয়েছেন 

রাজশাহী: জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে র‌্যাবের হাতে আটক সফটওয়্যার কোম্পা‌নি ওয়াইমি’র ৭ জনসহ ১১ জনের মধ্যে রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজার নাহিদ হোসেন রয়েছেন। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী থেকে নাহিদকে আটক করা হয় বলে র‌্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়।  

এদিকে হোটেল নাইসের ম্যানেজার নাহিদ হোসেনকে আটকের বিষয়ে জানতে চাইলে ওই হোটেলের আরেক ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

তবে তারা জানেন যে, নাহিদ গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে ছুটিতে আছেন। র‌্যাবের হাতে আটক হয়েছেন কিনা বলতে পারবো না।

দায়িত্বপ্রাপ্ত সিহাব নামের আরেক ম্যানেজার বলেন, ‘আবুল কালাম আজাদ না থাকায় গত বৃহস্পতিবার থেকে তাকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে নাহিদ কোথায় আছেন বলতে পারবো না। ’ 

জানতে চাইলে রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের মালিক হাসান আলী বলেন, ‘নাহিদ ম্যানেজার ছিলো। তবে কিছুদিন আগে ছুটি নিয়ে চলে গেছে। র‌্যাবের হাতে আটক সম্পর্কে কিছু জানেন না।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।