ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও প্রবীণদের মধ্যে পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় ‘আলোর পথে’ সংগঠনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জসীম উদ্দিন বেপারী।

পরে অতিথিরা প্রায় শতাধিক শিশু ও প্রবীণদের মাঝে পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।