ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাইভেটকারে কয়েক বস্তা গাঁজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
প্রাইভেটকারে কয়েক বস্তা গাঁজা প্রাইভেটকার থেকে কয়েক বস্তা গাঁজা জব্দ করা হয়

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় চালক আনোয়ার হোসেনকে (৪০) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক চালক কুমিল্লা সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।


 
রাত সাড়ে ৮টার দিকে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ-১১-২৭৫৩) সঙ্গে বিপরীতমুখি সোহাগ এন্টারপ্রাইজের অপর একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-৪১৮২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক আনোয়ার আহত হন। পরে তাকে উদ্ধার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেসময় প্রাইভেটকারের ভেতর থেকে ছোট-বড় ৬টি বস্তায় থাকা মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি-তদন্ত বুলবুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।