ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
মেঘনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সপ্তমবারের মতো এ নৌকা বাইচের আয়োজন করে স্থানীয় গাঙ সমিতি।

এতে বিভিন্ন স্থান থেকে ২২টি নৌকা অংশ নেয়।

মেঘনা পাড়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করেন।

গাঙ সমিতির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

আয়োজক গাঙ সমিতি সূত্রে জানা গেছে, নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২২টি নৌকা অংশ নেয়। প্রথমে তিনটি দলে বিভক্ত করে প্রাথমিক বাইচ অনুষ্ঠিত হয়। পরে প্রতি দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের নিয়ে চূড়ান্ত বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্রা‏হ্মণবাড়িয়ার শফিউল্লাহ’র নৌকা দল চ্যাম্পিয়ন হয়।

এছাড়া প্রতিযোগিদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ তিনটি দলের চ্যাম্পিয়নদের পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।