ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মাদকের আগ্রাসন ও করণীয় শীর্ষক সেমিনার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ময়মনসিংহে মাদকের আগ্রাসন ও করণীয় শীর্ষক সেমিনার  সেমিনার-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে মাদকের আগ্রাসন ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হামিদ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম.আব্দুর রব, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।