ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিওএসপি’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিওএসপি’র মানববন্ধন রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিওএসপি’র মানববন্ধন। বাংলানিউজ

ঢাকা: মিয়ানমারের রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিওএসপি’র আহ্বায়ক সোহেল রানা।
 
সংগঠনের সদস্য সচিব এম এ মমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, ভোরেরবাণী ডটকমের সম্পাদক নাসির উদ্দিন, খোলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুজন সরোয়ার, সাংবাদিক আবু জাফর সাইফউদ্দিন, মুনসুর রহমান, জাহাঙ্গির খান বাবু, জয়নাল আবেদিন, মোহাম্মদ আলী ও সোনার বাংলা পার্টির নেতা মাসুম বিল্লা প্রমুখ।


 
মানববন্ধনে বক্তারা মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের জোর দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।