ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল মিয়া (১৮) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার আনোয়ার হোসেন রিপনের ছেলে এবং স্থানীয় একটি হোটেলের শ্রমিক।

ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন রাসেল। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে রাসেলের পরিবারকে জানালে তারা মেয়েটিকে দোষারোপ করে ওল্টো হুমকি দেন।

সকালে ওই ছাত্রীর মা এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাসেলকে আটক করে। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ করায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad