ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা  মতবিনিময় সভা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ‘দুর্নীতির করাল গ্রাস, জাতির করে সর্বনাশ’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডা. কে এম এহছান অ্যাডভোকেট।

 

ইউপি চেয়ারম্যান সাইফুল আলমের সভাপতিত্বে ও দুপ্রক সাধারণ সম্পাদক রফিকুল বাশারের সঞ্চালনায় বক্তব্য দেন-দুপ্রক সদস্য আজিম উদ্দিন, প্রভাষক গোলাম মো. ফারুকী, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল মোস্তফা মন্টু, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমএএএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।