ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া  গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন-আব্দুল করিম (৪৫), আব্দুর রহিম (৩০), নুরুজ্জামান, সখিনা খাতুন, জহির উদ্দিন, আমিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক ও আবু বক্কার।

এদের মধ্যে আব্দুল করিম ও আব্দুর রহিমকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল জানান, জমিজমা নিয়ে পাংখারুয়া গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে কাশেম আলীর বিরোধ রয়েছে। দুপুরে বিবদমান ওই জমিতে আমিরুলের লোকজন ঘর তোলার চেষ্টা করলে কাশেমের লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় সংঘর্ষ থামে। সংঘর্ষে উভয়পক্ষের ওই ১০ জন আহত হন।


উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ জানান, এখনো কোনো পক্ষই মামলা করেনি। কেউ মামলা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।