ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগদী ছারছিনা খানকায়ে সালিহা কমপ্লেক্সের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে সংগঠনের নেতাকর্মীসহ ৫ শতাধিক মানুষ অংশ নেন।

তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- খাগদী ছারছিনা খানকায়ে সালিহা কমপ্লেক্সের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল হক, হাজরাপুর দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।