ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষক পুনঃনিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
শিক্ষক পুনঃনিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে পুনঃনিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়।  

অন্যথায় আগামী ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আধাবেলা সড়ক অবরোধের ঘোষণা করা হয়।


 
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
 
তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে মোটা অঙ্কের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ বাতিল করে পুনঃনিয়োগ প্রদানের দাবি জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মসূচি পালন স্থগিত ঘোষণা করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সহ-সভাপতি নুরনাহার।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।