ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে নদী দিবস উপলক্ষে উন্মুক্ত সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
হবিগঞ্জে নদী দিবস উপলক্ষে উন্মুক্ত সভা

হবিগঞ্জ: ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে উন্মুক্ত সভা হয়েছে।

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

এতে সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ।

খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় ২৫ শিক্ষার্থী আলোচনায় অংশ নেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নজমুল হক, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রোকেয়া খাতুন, তৌহিদুর রহমান রানা, মুক্তাদির হসেন প্রমুখ।

বক্তারা খোয়াই নদী খনন, সোনাই নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং সুতাং নদীকে দূষণ থেকে রক্ষাসহ জেলার সব নদীর নাব্য ফিরিয়ে আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।