ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
সৈয়দপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ১০৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দি সৈয়দপুর বণিক সমিতির উদ্যোগে প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য এক বান ঢেউটিন ও নগদ ৫০০ টাকা দেয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।